সর্বশেষ হালনাগাদ: ১৪ জুলাই ২০২৫
বর্ণাঢ্য গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। তাই, পণ্য গ্রহণের পর যদি কোনো ত্রুটি বা অসন্তোষ থাকে, তাহলে নিচের শর্তাবলি অনুসরণ করে পণ্য ফেরত ও রিফান্ডের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
নিম্নোক্ত ক্ষেত্রে পণ্য ফেরত দেওয়া যাবে:
পণ্যে দৃশ্যমান ত্রুটি, ভাঙা বা খারাপ অবস্থা
ভুল পণ্য সরবরাহ (যেমন: অন্য রঙ, সাইজ বা ভ্যারিয়েন্ট)
প্রোডাক্ট ডিসক্রিপশনের সাথে গড়মিল
প্রোডাক্ট ডেলিভারির সময় পছন্দ না হওয়া (শর্তসাপেক্ষে)
পণ্য ডেলিভারির ঠিক সময়, অর্থাৎ ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীনই পণ্য চেক করে ফেরতের সিদ্ধান্ত জানাতে হবে।
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো ফেরত/রিফান্ড গ্রহণযোগ্য নয়, ব্যতিক্রম কেবল বিশেষ অনুমোদনের ক্ষেত্রে।
যদি আপনি অগ্রিম পেমেন্ট (ডেলিভারি চার্জসহ) করে থাকেন এবং পণ্য ডেলিভারি হয়নি বা ভুলভাবে ডেলিভারি হয়েছে, তাহলে রিফান্ড প্রযোজ্য হবে।
রিফান্ড হবে নিচের যেকোনো মাধ্যমে:
মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট)
ব্যাংক ট্রান্সফার (যদি আবেদনকারী চায়)
ওয়ালেট ব্যালেন্স (যা পরবর্তী অর্ডারে ব্যবহার করা যাবে)
⏳ রিফান্ডের সময়সীমা: আবেদন যাচাইয়ের পর ৭-১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।
ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন পণ্য চেক করুন।
যদি ফেরত দিতে চান, তাহলে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিন এবং কুরিয়ারকে জানান।
পণ্য ফেরত পাঠাতে হলে, ডেলিভারি চার্জ/রিটার্ন চার্জ গ্রাহককে বহন করতে হবে।
পণ্য অবশ্যই অক্ষত, ব্যবহারবিহীন, লেবেলসহ, মূল প্যাকেজিং-এ ফেরত দিতে হবে।
ব্যবহার করা পণ্য
কাস্টমাইজড অর্ডার বা পার্সোনাল পণ্য (যেমন: অন্তর্বাস, প্রসাধনী, খাবার)
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর চেক না করে ফেরতের অনুরোধ
গ্রাহকের ভুলে অর্ডার করা পণ্য
আপনার রিফান্ড বা ফেরতের আবেদন করতে নিচের যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন:
📧 ইমেইল: support@bornodho.com
☎️ হটলাইন: +88 01328-840209
🌐 ওয়েবসাইটে “Help/Support” পেইজ থেকে আবেদন ফর্ম পূরণ করুন।
আমরা যেহেতু মাল্টিভেন্ডর প্ল্যাটফর্ম, তাই কিছু পণ্যের ক্ষেত্রে বিক্রেতা নীতিমালা ভিন্ন হতে পারে। এক্ষেত্রে আমরা সার্ভিস সমন্বয়কারী হিসেবে কাজ করবো।
অনুরোধ গ্রহণযোগ্য কি না, তা যাচাইয়ের চূড়ান্ত অধিকার বর্ণাঢ্য কর্তৃপক্ষের।
বারবার রিটার্ন/রিফান্ডের অপব্যবহার শনাক্ত হলে, আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত/ব্লক করা হতে পারে।
🔒 আমরা বিশ্বাস করি ন্যায়সংগত ও স্বচ্ছ কেনাকাটাই গ্রাহক সন্তুষ্টির চাবিকাঠি।
আপনার সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার।
© ২০২৫ বর্ণাঢ্য. সর্বস্বত্ব সংরক্ষিত।